তথ্যের নির্ভুলতা, স্বচ্ছতা ও দায়বদ্ধতায় রিউমর ইনস্পেক্টর অঙ্গীকারবদ্ধ। যদি কোনো প্রতিবেদন প্রকাশের পর আমরা জানতে পারি যে তাতে ভুল তথ্য রয়েছে অথবা কোনো গুরুত্বপূর্ণ তথ্য বাদ গেছে, তবে আমরা যথাসম্ভব দ্রুততার সাথে সংশোধনের উদ্যোগ গ্রহণ করি।
প্রতিষ্ঠাতা সম্পাদক ও সহকারী সম্পাদক নিয়মিতভাবে টিম মিটিংয়ের আয়োজন করেন, যেখানে প্রকাশিত প্রতিবেদনগুলোর সম্ভাব্য ত্রুটি ও সংশোধনের প্রয়োজনীয়তা পর্যালোচনা করা হয়। উল্লেখ্য, রিউমর ইনস্পেক্টর একটি গবেষণাভিত্তিক উদ্যোগ যা আরএসবি মিডিয়া অ্যান্ড রিসার্চ ফার্মের অংশ এবং এই সংশোধন নীতিমালা পুরো প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য।
আমরা কীভাবে সংশোধন করি:
আমাদের পাঠকেরা ইমেইল, হোয়াটসঅ্যাপ কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো অভিযোগ বা সংশোধনের অনুরোধ পাঠাতে পারেন। যদি পাঠকের মন্তব্য বা অনুরোধ যৌক্তিক ও প্রমাণসমর্থিত হয়, তবে সংশ্লিষ্ট প্রতিবেদন হালনাগাদ করে প্রকাশ করা হয়।
ত্রুটি সংশোধনের ক্ষেত্রে:
- সংশোধিত প্রতিবেদনে “সংশোধন” লেবেল যুক্ত করে সংশোধনের বিষয়টি তারিখসহ বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়।
- তথ্য হালনাগাদের ক্ষেত্রেও “আপডেট” লেবেল সংযুক্ত করা হয়, প্রয়োজন অনুযায়ী ব্যাখ্যাসহ।
- ব্যাকরণগত বা বানান ভুল সংশোধনে “বানান সংশোধন” লেবেল যুক্ত করা হয়।
- ডিজিটাল ব্যানারে যদি কোনো ত্রুটি থাকে, তা সংশোধন করে কমেন্টে সংশোধনের তথ্য জানিয়ে দেওয়া হয়।
অযৌক্তিক অনুরোধের ক্ষেত্রে:
যদি কোনো অনুরোধ ভিত্তিহীন বা যাচাইযোগ্য না হয়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে জানিয়ে দেওয়া হয় কোন তথ্য যাচাই করা সম্ভব এবং কোনটি নয়, এবং অনুরোধ প্রত্যাখ্যানের যৌক্তিক ব্যাখ্যাও প্রদান করা হয়।
রেটিং পরিবর্তনের নিয়ম:
যদি কোনো প্রতিবেদন সংশোধনের কারণে রেটিং পরিবর্তনের প্রয়োজন হয়, তাহলে রিউমর ইনস্পেক্টর টিম সদস্যদের অভ্যন্তরীণ ভোটের মাধ্যমে নতুন রেটিং নির্ধারণ করা হয় এবং প্রতিবেদনটিতে “সংশোধন” লেবেলের মাধ্যমে তারিখসহ সংশ্লিষ্ট ব্যাখ্যা যুক্ত করা হয়। এক্ষেত্রে আলাদা কোনো লেবেল ব্যবহৃত হয় না।
যেসব অনুরোধ আমাদের আওতার বাইরে:
নিম্নলিখিত বিষয়গুলো আমাদের সংশোধন নীতির আওতায় পড়ে না:
- কৌতুক, ট্রল, মিম বা হাস্যরসমূলক উপাদান
- ভবিষ্যদ্বাণী বা আশাবাদী অনুমান, যেগুলো যাচাইযোগ্য নয়
- অনিচ্ছাকৃত মুদ্রণ বা ভাষাগত ত্রুটি (যেমন: slip of tongue)
- উৎসবিহীন বা অপ্রমাণিত তথ্যবিশিষ্ট অনুরোধ
- ধর্ম সংক্রান্ত বিতর্কিত উৎসনির্ভর তথ্য
- অলৌকিক বা অতিপ্রাকৃত দাবী, যা প্রকৃতভাবে যাচাই করা সম্ভব নয়
আমাদের সাথে যোগাযোগ:
আপনি যদি আমাদের কোনো প্রতিবেদনে ভুল বা অসংগতি খুঁজে পান, অনুগ্রহ করে নিচের মাধ্যমগুলোতে যোগাযোগ করুন:
📧 ই-মেইল: correction@rumorinspector.com
📘 ফেসবুক ইনবক্স: Rumor Scanner Messenger