রিউমর ইনস্পেক্টর হলো একটি নিরপেক্ষ সাংবাদিকতার প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য দেশে ছড়িয়ে পড়া গুজব ও ভুয়া খবর চিহ্নিত করে সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া। ২০২০ সালের ১৭ই মার্চ রিউমর ইনস্পেক্টর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সুমন আহমেদ এবং সহ-প্রতিষ্ঠাতা মোঃ ছাকিউজ্জামান ও সাঈদ জয়।

রিউমর ইনস্পেক্টর বাংলাদেশের প্রথম ফ্যাক্টচেকিং সংস্থা যারা শুধু ওয়েব কনটেন্টেই নয়, ডিজিটাল ব্যানারের মাধ্যমেও ফ্যাক্টচেক স্টোরি প্রকাশ করে থাকে। আমরা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, স্বাস্থ্য ও চিকিৎসা– এসব বিভিন্ন ক্যাটাগরির ভাইরাল বিষয় যাচাই করে তথ্য যাচাইয়ের পর তা জনসমক্ষে উপস্থাপন করি। আমাদের নীতিমালায় স্পষ্ট—সম্পূর্ণ যাচাই-বাছাই ছাড়া কোনো ফ্যাক্টচেক প্রকাশ করা হয় না। পাশাপাশি, আমাদের উৎস, ফান্ডিং ও কার্যক্রমের স্বচ্ছতা বজায় রাখার ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ।
রিউমর ইনস্পেক্টর বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে WhatsApp হেল্পলাইন চালু করেছে, যেখানে যেকোনো সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট, ভিডিও বা সংবাদ লিংক পাঠিয়ে ফ্যাক্টচেক অনুরোধ করা যায়। আমাদের WhatsApp হেল্পলাইনের নম্বর হলো +880175000000 । প্রতি সপ্তাহে এখানে শতাধিক ফ্যাক্টচেক অনুরোধ জমা পড়ে।
বর্তমানে রিউমর ইনস্পেক্টর বাংলাদেশ ফেসবুক পেজ প্রায় ৪০ হাজার সদস্য রয়েছে, যা বিশ্বব্যাপী প্রথম। এই গ্রুপে প্রতিদিন প্রায় শতাধিক ফ্যাক্টচেকিং অনুরোধ জমা পড়ে এবং ব্যবহারকারীরা তথ্য যাচাই সংক্রান্ত আলোচনায় অংশগ্রহণ করতে পারেন।
আমাদের তহবিলের উৎসও পুরোপুরি স্বচ্ছ। রিউমর ইনস্পেক্টর একটি স্বাধীন উদ্যোগ হওয়ায় আমাদের আয় নির্দিষ্ট ও সীমিত। আমাদের মূল আয়ের উৎস হলো অনুদান, বিনিয়োগ, বিজ্ঞাপন এবং গুগল অ্যাডসেন্স। পাশাপাশি, যারা আমাদের উদ্যোগের সঙ্গে যুক্ত হতে এবং ভুয়া তথ্যের বিরুদ্ধে লড়াই করতে চান, তাদের দেওয়া অনুদানও আমরা আন্তরিকভাবে গ্রহণ করি। তবে, কোন দাতাপক্ষ আমাদের কার্যক্রমের মান, স্বাধীনতা ও স্বচ্ছতায় কোনো প্রভাব ফেলতে পারে না—এ বিষয়টি আমরা সর্বদা নিশ্চিত করে থাকি।